জাতীয় ডেস্ক ।। ম্যাগি আবার ঘরে ঘরে পাওয়া যাওয়ার দিন আসতে শুরু হয়েছে। সেই দিন সত্যিই ফিরতে চলেছে। ৬টি আলাদা আলাদা রকমের ৯০টি নমুনা পরীক্ষা হয়েছিল ম্যাগির। সেই পরীক্ষায় তারা পাশও করেছে। বম্বে হাইকোর্ট ম্যাগি বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে।
সোমবারের সকালে দেশের বিভিন্ন শহরের বড় সংবাদপত্রগুলোর প্রথম পাতা জোড়া বিজ্ঞাপন দেওয়া হয়েছে ম্যাগির পক্ষ থেকে। যাতে লেখা ছিল, খুব শীঘ্রই বাজারে ফিরছে ম্যাগি। বিক্রি বন্ধের ফতোয়া জারি হওয়ার পর থেকে প্রায় ৪৫০ কোটি টাকা লস করেছে নেসলে ইন্ডিয়া।
কর্নাটক এবং গুজরাট দিয়েই ফের নতুন করে ভারতের বাজারে যাত্রা শুরু করতে চলেছে ম্যাগি। তথ্যসূত্র – ২৪ ঘন্টা।