দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ অক্টোবর ।। শ্রাস্ত্রের বিধান বলে কথা – শাস্ত্র কথা অমৃৎ সমান। অসুরনাশিনী এসেছিলেন মর্ত্যে সপ্তমীতেই অষ্টমী, আর অষ্টমীতে নবমী, আর নবমীতেই হয়েছে দশমী পূজো। তারপরেই ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজোর আয়োজন – সেখানেও শাস্ত্রের খেলা। অসুরনাশিনীর পূজোতে একই দিনে দু’দিনের প্রার্থনা অন্য দিকে কোজাগরী শ্রী শ্রী লক্ষ্মী দেবী অবস্থান করলেন দু’দিন। এবার চারদিকে শুরু হয়েছে মহাশক্তি মহাকালীর দীপাবলীর উৎসব পালনের। মূর্তি পাড়ায় মৃৎশিল্পীর ব্যস্ততা একটু একটু করে বাড়ছে – ছোট বড় নানা সাইজের কালী প্রতিমা তৈরি করছেন মৃৎ শিল্পী। মায়ের গায়েও মূল্য বৃদ্ধির ছ্যাঁকা – পৃথিবীর বাস্তবতা থেকে মায়েরও রেহাই নেই।