জাতীয় ডেস্ক ।। এবার পোশাকে ফতোয়া দিয়ে বিতর্কে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। কর্ণাটকের বাসিন্দা এক তরুণীকে ছোট পোশাক পরার কারণে মুম্বাই থেকে দিল্লিগামী বিমানে ওঠার সময় বাধা দেয়ার অভিযোগ আনা হয়। পরে পোশাক পাল্টে দিল্লি যাওয়ার অন্য বিমান ধরেন ওই তরুণী। খবরের সত্যতা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছে ইন্ডিগো। তবে বিমান সংস্থার কর্পোরেট কমিউনিকেশন বিভাগের বক্তব্য, ওই তরুণী ইন্ডিগোর সাবেক কর্মী। তার বোনও বর্তমানে ইন্ডিগোর কর্মী। কর্মীদের পরিবারের জন্য ইন্ডিগোর নির্দিষ্ট পোশাক বিধি রয়েছে। এ কথা তাদের জানা ছিল। তাই আপত্তি জানানোর পরই ওই তরুণী পোশাক পাল্টে নেন। কোনো অভিযোগও দায়ের করেননি তিনি। ইন্ডিগোর এমন কথা সত্ত্বেও বিমানে পোশাক ফতোয়া নিয়ে বিতর্ক তুঙ্গে।