দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ অক্টোবর ।। শহরতলীর শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর ৭নং ওয়ার্ডে দীর্ঘ দিন গ্রামবাসীদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে চার গুনধর পুত্র আর পিতা। রাজু দাশ, মিঠন দাশ, বিশ্বজিৎ দাশ, উৎপল দাশ এবং সঙ্গে জন্মদাতা কৃষ্ণ দাশ। জানা গেছে, মলয়নগর ৭ নং ওয়ার্ডে পিতা পুত্রের যুগলবন্দীতে নারী নির্যাতন থেকে শুরু করে রেগা কর্মীদের অত্যাচার, ধর্ষণ, চুরি সহ অবৈধ কার্যকলাপ চললেও শ্রীনগর থানা জগন্নাথের ভূমিকায় বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। পুলিশি নিস্ক্রিয়তায় চার পুত্র ও পিতা অকথ্য অত্যাচার চালাচ্ছে দীর্ঘ দিন। গুনধর পিতা কৃষ্ণ দাশ কিছুদিন আগে জেল খেটে জামিন পেয়েছে বলে সংবাদ। মলয়নগর ৭ নং ওয়ার্ডের গ্রামবাসীদের চাপে শ্রীনগর থানা রাজু দাশ ও মিঠন দাশকে গ্রেপ্তার করলেও বাকীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা নিয়ে সন্দিহান মানুষ। শুক্রবার, মলয়নগর ৭ নং ওয়ার্ডের এলাকাবাসী শহরের পুলিশ কোর্টে হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে লুন্ঠন, অত্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অত্যাচারীত মলয়নগর ৭ নং ওয়ার্ডের আবাসিকরা অনতি বিলম্বে চার পুত্র ও পিতাকে গ্রেপ্তার করে চূড়ান্ত শাস্তির দাবী জানিয়েছে। প্ল্যাকার্ডে অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে পিতা পুত্রের জোটকে ফাঁসীতে ঝোলানোর দাবী করেছে মলয়নগর ৭ নং ওয়ার্ডের সংঘবদ্ধ এলাকাবাসী।
ছবি – রাজীব সাহা।