দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ অক্টোবর ।। IGM হাসপাতাল সংলগ্ন হরিজন কোয়ার্টার কমপ্লেক্স বয়সের ভারে সংস্কারের অযোগ্য হয়ে দাঁড়িয়েছিল – দিনযাপন করতে হয়েছে বিপদের ঝুঁকি নিয়ে। শহরের বুকে হরিজন কোয়ার্টারের মানুষদের দাবী ছিল অবিলম্বে প্রশাসন ব্যবস্থা গ্রহন করুক। IGM হাসপাতাল সংলগ্ন হরিজন কোয়ার্টার কমপ্লেক্সকে বিস্মৃতির পাতায় ঠেলে দিয়ে গড়ে উঠেছে নতুন আবাসন। সময়ের প্রয়োজনে মানুষের চাহিদা মাফিক এই আবাসনে প্রাথমিক ভাবে ২৪ টি হরিজন পরিবার বাস করবেন চারটি ব্লকে। বাকি ৮টি পরিবারকে পরে নব আবাসন তৈরি করে দেয়া হবে বলে মূখ্যমন্ত্রী জানান। এই আবাসন তৈরিতে খরচ হয়েছে প্রায় ৯১ লক্ষ টাকা। IGM হাসপাতাল সংলগ্ন নব আবাসন শুক্রবার উদ্বোধন করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যানমন্ত্রী রতন ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা সহ দপ্তরের সচিব ও অন্যান্যরা।