পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ০২ নভেম্বর ।। পুরসভা নির্বাচন এগিয়ে আসতেই বিরোধীদল কংগ্রেস নিজেদের অস্তিত্ব জানান দিতে ময়দানে নামছে। রবিবার সকাল ১১টায় শান্তিনগরস্থিত কংগ্রেস ভবনে সাংবাদিক সন্মেলনে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সনের নামে নানা অভিযোগ ও দুর্নীতির কথা তুলে ধরেন প্রাক্তন বিধায়ক তথা AICC সদস্য অশোক কুমার বৈদ্য। তবে সুনির্দিষ্ট কনো তথ্য বা প্রমান চেয়ারপার্সনের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরতে পারেনি আশোক বাবু। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি আশীষ দেবনাথ, কংগ্রেস নেতা নিত্য গোপাল রুদ্রপাল, যুব নেতা শঙ্কর দেব সহ অন্যান্যরা। এদিকে তেলিয়ামুড়া পুর পারিষদের নামে কংগ্রেসের আনা এই অভিযোগের তীব্র বিরোধিতা করেন CPI(M) মহকুমা সম্পাদক সুধীর সরকার।