ফের ফেন্সিডিল আটক হল চূড়াইবাড়িতে

fdশুভ্র দে, চূড়াইবাড়ি, ০২ নভেম্বর ।। ফের চূড়াইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল ফেন্সিডিল বোঝাই একটি লড়ি। চূড়াইবাড়ি থানার পুলিশের বাড়তি তৎপরতায় আবারো জাতীয় সড়ক থেকে প্রচুর পরিমান নেশার সিরাপ ও ফেন্সিডিল আটক করে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সন্ধ্যায় আসামের কাছাড় জেলার বিহারা থেকে TR04A 1587 নম্বরের ১০ চাকার লড়ি FCI চাল বোঝাই করে আগরতলার উদ্দেশ্যে আসছিল। এই চাল বোঝাই লড়িতে ৩২০ বস্তা চাল ছেকে ৩ হাজার ৫০০ বোতল ফেন্সিডিল নিয়ে ত্রিপুরার প্রেবেশদ্বার চূড়াইবাড়ি আসতেই গোপন সুত্রের ভিত্তিতে চূড়াইবাড়ি থানার পুলিশের লড়িটি আটকিয়ে তল্লাসী চালিয়ে ৩ হাজার ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে, যার বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। বর্তমানে ৩ হাজার ৫০০ বোতল ফেন্সিডিল বোঝাই লড়ি ও লড়ির চালক সূর্যমোহন দেবনাথ (৪২) চূড়াইবাড়ি থানায় আটক রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*