শুভ্র দে, চূড়াইবাড়ি, ০২ নভেম্বর ।। দীর্ঘ দিন ধরে রাজ্যের প্রেবেশদ্বার চূড়াইবাড়ি সেইল টেক্স গেইটে পণ্যবাহী লড়িগুলো থেকে তেল চুরির হিড়িক পড়েছে। প্রতি রাতেই চোরের দল লড়ি থেকে ডিজেল বের করে নিয়ে অন্যত্র বিক্রি করছে। অন্যান্য দিনের মত শনিবার গভীর রাতে চারজনের চোরের দল ডিজেল চুরি করতে এসে চূড়াইবাড়ি থানার পুলিশের হাতে ধরা পড়ে। চূড়াইবাড়ি থানাধীন ফুলবাড়ি ১নং ওয়ার্ডের আব্জল আলি (২৮), ইদ্রিস আলি (৩১) এবং নদীয়াপুর গ্রামের ৬নং ওয়ার্ডের জমির উদ্দিনের (১৯) বিরুদ্ধে ৩৭/১৫নং মামলা এবং ভারতীয় দন্ডবিধির ৩৭৯ ধারা রুজু করেছেন চূড়াইবাড়ি থানার পুলিশ। বর্তমানে ৩ চোরকেই ধর্মনগর আদালতে পাঠানো হলে আদালত তাদের ১৮ দিনের জেল জাহতের নির্দেশ দেয়।