নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর ।। মাধ্যমিক ড্রপ আউট উপজাতি ছাত্রছাত্রীরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ভাবপ্রবণ পদক্ষেপের বিরুদ্ধে শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। মঙ্গলবার দুপুর ১২টায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মাধ্যমিক ড্রপ আউট উপজাতি ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অল ত্রিপুরা এন জি ও’এস এসোসিয়েশান আয়োজিত এই বিক্ষোভ মিছিলে প্রচুর উপজাতি ছাত্রছাত্রীরা অংশ নেয়।