দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৩ নভেম্বর ।। কার্তুজের সংখ্যা বেশী থাকায় ভারতীয় আইনী ধারায় প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার এক মাসের কারাবাসের রায় দান করে সুপ্রীম কোর্ট। কারাবাস ৩০ দিনের হলেও প্রদেশ কংগ্রেস সভাপতি দিনের হিসেবে মুক্তি হচ্ছে আগামী ৭ই নভেম্বর। প্রদেশ কংগ্রেস সভাপতির সুপ্রীম কোর্টের রায় নিয়ে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এর সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য কংগ্রেস মুখপাত্র ডাঃ অশোক সিনহা বলেছেন আইনের উধ্বে কেউ নয়। বিরাট ধরনের অপরাধ করেনি প্রদেশ কংগ্রেস সভাপতি সেই অনুসারে সুপ্রীম কোর্ট রায় প্রদান করেছে। শ্রী সিনহা দলের পক্ষে এই রায়ের প্রতি শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এর সঙ্গে সাক্ষাৎকারে।