দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৩ নভেম্বর ।। গোটা দেশের কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে DYFI পালন করেছে DYFI-র ৩৬তম বর্ষে পদার্পনের দিনটিকে। কেন্দ্রীয় সরকারের অনুসৃত নীতিতে দেশের বর্তমান অবস্থা, রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও ক্ষমতাসীন সরকারের ভূমিকা, নাগরিক পরিষেবার উন্নয়ন সহ আসন্ন পুর পরিষদ ও পর নিগমের নির্বাচনে মানুষকে পুনরায় বামফ্রন্টকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছে DYFI – ৩৬তম বর্ষের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে। মঙ্গলবার, ৩৬তম বর্ষের অঙ্গ হিসেবে মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনের সামনে সংগঠনের পতাকা উত্তোলন এবং বিগত সময়ে সংগঠনের কাজ করতে গিয়ে যাদের মৃত্যু হয়েছে সেই সব শহীদদের স্মৃতিতে শহীদবেদীতে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। ৩৬তম বর্ষের পদার্পণের মুহূর্তে মেলারমাঠের ছাত্র যুব ভবনের সামনে থেকে DYFI-র তরফে মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে মটরস্ট্যান্ডে জমায়েত হয়।