নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর ।। বুধবার রাজ্যে আসার কথা থাকলেও গ্লাসগো থেকে লন্ডন আসার বিমান প্রায় ৩ ঘন্টা বিলম্ব করায় লন্ডন-দিল্লী এয়ার ইন্ডিয়া বিমান হাতছাড়া হল রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকারের। ফলে বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটের বিমানে দীপা ও তার কোচ বিশ্বেশ্বর নন্দী আগরতলায় এসে পৌঁছানোর কথা থাকলেও বিমানের বিলম্বের কারনে বৃহস্পতিবার সকালে রাজ্যে আসছেন দীপা ও কোচ বিশ্বেশ্বর নন্দী। বিমানবন্দরে সকাল ৯টা ৪৫ মিনিটে তাদেরকে স্বাগত জানাবে ক্রীড়া দপ্তর ও রাজ্য ক্রীড়া পর্ষদের কর্মকর্তারা। সেখান থেকে দীপাকে র্যালি করে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নিয়ে আসা হবে। ৫ নভেম্বর বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দুপুর ১২টা ৩০ মিনিটে ক্রীড়া দপ্তর ও রাজ্য ক্রীড়া পর্ষদের যৌথ উদ্যোগে দীপাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা এবং ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী, ক্রীড়া সচিব সমরজিৎ ভৌমিক। এছাড়াও ক্রীড়া পর্ষদের বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলি ও ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।