দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৪ নভেম্বর ।। প্যারাডাইস চৌমুহনীতে বুধবার ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন দাবী আদায়ে গণ অবস্থানে সামিল হয়। ৬ দফা দাবীকে সামনে রেখে ৬ ঘন্টার এই গণ অবস্থানে মূল দাবী সম্মূহের মধ্যে রয়েছে ত্রিপুরায় SPQEM-র আওতাধীন ১২৯টি মাদ্রাসাকে গ্রেন্ট ইন এইড –এর অন্তর্ভুক্ত করা, অবিলম্বে মাদ্রাসা বোর্ড গঠন, ২০১০ সালে সরকারের সিদ্ধান্ত কার্যকর করে রাজ্য সরকারের শিক্ষা বিভাগে কর্মরত অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করা, বিশেষ করে রাজ্যে মাদ্রাসা কলেজ স্থাপন করে শিক্ষার্থীদের সুযোগ প্রদান করা।