নরেন্দ্র মোদির রেল বাজেটে নতুন মোট ৫৮টি ট্রেন পেল দেশ

নয়াদিল্লি, ০৮ জুলাই/(NUT) : প্রিমিয়াম, জনসাধারণ এবং বাতানুকুল-এক্সপ্রেস সহ নতুন ৫৮টি ট্রেনের ঘোষণা করা হল রেল বাজেটে৷
শালিমার-চেন্নাই প্রিমিয়াম এক্সপ্রেস এবং পারাদ্বীপ-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস।
এছাড়া, হাওড়া-বেলদা মেমু ট্রেন এখন থেকে জলেশ্বর পর্যন্ত যাবে৷ এবারের রেলবাজেটে ৫টি জনসাধারণ ট্রেনের ঘোষণা করেছেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া৷ সেগুলি হল,
আমদাবাদ-দারভাঙ্গা (ভায়া সুরাট), জয়নগর-মুম্বই, মুম্বই-গোরক্ষপুর, সহার্সা-আনন্দ বিহার (ভায়া মোতিহারি), সহার্সা-অমৃতসর।
৫টি নতুন প্রিমিয়াম ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছেন রেলমন্ত্রী৷ সেগুলি হল,
মুম্বই সেন্ট্রাল-নয়া দিল্লি, শালিমার-চেন্নাই, সেকেন্দ্রাবাদ-হজরত নিজামুদ্দিন, জয়পুর-মাদুরাই, কামাক্ষা-বেঙ্গালুরু। এছাড়াও, ৬টি নতুন বাতানুকুল ট্রেন, ২৭টি এক্সপ্রেস ট্রেন, ৮টি প্যাসেঞ্জার ট্রেন, ২টি মেমু এবং ৫টি ডেমু চালানোর প্রস্তাব দিয়েছেন রেলমন্ত্রী৷ যাত্রাপথ বাড়ানো হয়েছে ১১টি ট্রেনের৷
এবারের রেল বাজেটে জোর দেওয়া হয়েছে রেল-পর্যটনেও৷ বিশেষ ট্রেন দিয়ে তীর্থস্থানগুলিতে জোড়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ রেলমন্ত্রীর প্রস্তাব,
রামেশ্বরম থেকে একটি বিশেষ ট্রেন ছাড়বে৷ এই ট্রেন যাবে বেঙ্গালুরু, চেন্নাই, অযোধ্যা, বারাণসী এবং হরিদ্বারের মতো পর্যটনকেন্দ্র এবং তীর্থক্ষেত্র হয়ে৷
কেদারনাথ এবং বদ্রিনাথেও রেলপথ চালু করতে চাইছে কেন্দ্র৷ এবারের রেলবাজেটে রয়েছে এই পথে সমীক্ষার প্রস্তাব৷
এছাড়া, স্বামী বিবেকানন্দর নামে বিশেষ ট্রেন চালুর প্রস্তাবও রয়েছে সদানন্দ গৌড়ার রেলবাজেটে৷ রেলমন্ত্রীর ঘোষণা, ১৮টি নতুন লাইনের জন্য সমীক্ষা হবে৷ যার মধ্যে রয়েছে বান্দোয়ান-ঝাড়গ্রাম লাইনও৷    [তথ্যসূত্র : এবিপি নিউস]

FacebookTwitterGoogle+Share