নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর ।। ৩৪তম আগরতলা বইমেলা শুরু হতে যাচ্ছে আগামী ১৩ ফেব্রুয়ারি ২০১৬। উমাকান্ত একাডেমী প্রাঙ্গনে ১৩ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১২ দিন ব্যাপী এই বইমেলা খোলা থাকবে ৩টা থেকে রাত ৮টা এবং বন্ধের দিন দুপুর ২টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। গতবারের মত এবারেও বইমেলায় ১১৯টি স্টল থাকবে। বুধবার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরী হলে ৩৪তম আগরতলা বইমেলার সাংগঠনিক কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, পুর পারিষদ ফুলন ভট্টাচার্য্য, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির দেব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা শান্তনু দেববর্মণ সহ অন্যান্যরা।