নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর ।। দিনে দিনে আগরতলা রুপ বদলাচ্ছে। আধুনিক হতে গেলে যে সব উপাদান প্রয়োজন তার অনেক কিছুই নেই এই শহরটার, তার মধ্যেই এ মুহূর্তে সূদুর গ্রামাঞ্চলেও পৌঁছে গেছে আগরতলার উড়ালপুলের গল্প। উত্তর পূর্বাঞ্চলের সর্বশেষ প্রান্তে অবস্থিত ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা কোনো এক সময়ে এতটাই দুর্গম ছিল যেখানে
দেশের মূল ভূখন্ডের সঙ্গে এক প্রকার বিচ্ছিন্নতার সামিল ছিল। যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন হলেও এখনো এই রাজ্যের মানুষের জন্য আসাম আগরতলা রাস্তার পরিচিতি LIFE LINE হিসেবে। সেই রাজ্যে এখন উড়ালপুল হতে যাচ্ছে। বুধবার, উড়ালপুল নির্মানের জন্য বটতলার ব্রীজ সংলগ্ন নেতাজী স্ট্যাচু সরিয়ে নেয়া হয়েছে। বেলচা কোদালে শ্রমিক আর ডজারে মাটি কাটার কাজ চলছে যুদ্ধের গতিতে।