দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৪ নভেম্বর ।। গোটা রাজ্যের বাজার গুলোর সংস্কার করছে রাজ্য সরকার। বাজার সংস্কার পর্বে দূর্গা চৌমুহনীস্থিত নবনির্মিত সব্জি বাজারের সংযোজন হয়েছে। বর্ষাকালে দূর্গা চৌমুহনী বাজারে যারা বাজার করেন তারাই জানেন অসহনীয় দুর্ভোগের কথা। নবনির্মিত সুদৃশ্য সব্জি বাজারে প্রবেশেও প্রসস্থ রাস্তা করা হয়েছে। ইট, সিমেন্টের নতুন অট্টালিকায় প্রবেশের ছাড়পত্র প্রদান হয়েছে মূখ্যমন্ত্রীর হাত দিয়ে। বুধবার দূর্গা চৌমুহনীস্থিত নবনির্মিত পাকা আবাসের উদ্বোধন করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। প্রদীপ প্রজ্বলন করে মূখ্যমন্ত্রী দূর্গা চৌমুহনীস্থিত নবনির্মিত সব্জি বাজারের শুভ উদ্বোধন করেন। ছড়িয়ে ছিটিয়ে সব্জির ব্যবসা যারা করতেন নতুন দালানে স্থানান্তরে অন্যরকম উৎসাহ আনন্দের পরশ দেখা গেছে। দূর্গা চৌমুহনীতে দ্বিতলে সব্জি বাজারে ক্রেতাদের কাছে বিক্রেতাদের আবদার ছিল উদ্বোধনী দিনে একটা কিছু নিয়ে শুভ যাত্রা করার। দূর্গা চৌমুহনীর নবনির্মিত সব্জি বাজারের উদ্বোধনে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, বিধায়ক রতন দাশ, পুর পারিষদ ফুলন ভট্টাচার্য্য, পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বাজারের সম্পাদক, ব্যবসায়ী সহ এলাকার মানুষ।