দীপার সংবর্ধনা – সাক্ষী থাকল রবীন্দ্র শতবার্ষিকী ভবন

Dipa Karmakar.jpg4দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৫ নভেম্বর ।। এই শহরটায় প্রায় নিত্যদিনই নানা অনুষ্ঠানে কেউ না কেউ সংবর্ধিত হচ্ছেন দূর্লভ উদাহরন স্থাপনের সৌজন্যে – ভাবগাম্ভীর্যে, আয়োজনে সংবর্ধনার অনুষ্ঠানের একটা নির্দিষ্ট মাপকাঠি থাকে। সেই ক্ষেত্রে ৫ই নভেম্বর ২০১৫ ইংরেজীতে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দীপা কর্মকারকে সংবর্ধনার অনুষ্ঠান মাপকাঠির উর্ধসীমা অতিক্রম করে যে উচ্চতায় পৌঁছে গিয়েছে – তাকে বাঁধভাঙ্গা প্লাবন বললেও কম বলা হবে। এই দৃশ্যতে কোনো কৃত্রিমতা ছিলনা – হৃদয় উজার করার ব্যাপারটায় কেউ কার্পণ্য রাখেনি। সবশেষে গ্লাসগোতে দীপা নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছে তাতে দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে ভারতের দীপার নাম পৌঁছে গেছে। তবে সবার আনন্দের সঙ্গে এই রাজ্যের উন্মাদনা, জনজোয়ার, ভালোবাসা একেবারে সুনামীর ঢেউয়ে পরিনত – কারন দীপা একান্তই আমাদের, এই অনুভূতি ভাষায় প্রকাশ সম্ভব নয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দীপার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা এবং ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী, ক্রীড়া সচিব সমরজিৎ ভৌমিক সহ ক্রীড়া পর্ষদের বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলি ও ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*