শুভ্র দে, চূড়াইবাড়ি, ০৬ নভেম্বর ।। নাবালিকা বিবাহিতা মেয়ে পারিবারিক কলহের জেড়ে নিজের জন্মদাতা মা কে ব্লেড দিয়ে হত্যার চেষ্টা করে। ঘটনার বিবরণে প্রকান, আসামের পাথরকান্দি থানাধীন কাঠালতলির বাসিন্দা বিধবা জয়ন্তী বিশ্বাস (৪২) একটি স্কুলের মিড-ডে-মিলের রান্নার কাজ করে সংসার চালান। জানা যায়, উনার এক মেয়ে সান্তনা বিশ্বাস (১৭) মাস ছয়েক আগে এক যুবকের সঙ্গে পালিয়ে যায়, পরে বিধবা মা জয়ন্তী বিশ্বাস মেয়ে ও জমাতাকে মেনে নিয়ে ঘরে তুলে। এলাকাবাসীদের বক্তব্য প্রায়ই সান্তনা বাড়িতে এসে মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ত। বুধবার রাত ৮টা নাগাদ মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি থেকে ঘটনা এক সময় চরম আকার ধারন করলে মেয়ে সান্তনা ব্লেড দিয়ে নিজের জন্মদাতা মায়ের গলায় আঘাত করে হত্যার চেষ্টা করে। চিৎকার চেঁচামিচিতে আশপাশের লোকজন ছুটে আসতেই মেয়ে পালিয়ে যায়। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় জয়ন্তী বিশ্বাস কে করিমগঞ্জ জেলা হাস্পালাতে পাঠিয়ে দেয়।