দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৯ সেপ্টেম্বর ।। একটা সময় ছিল যখন বলা হতো আলালের ঘরের সন্তান সন্ততিরা নেশা করে আয়াস করে থাকে। এই মুহূর্তেই এই রাজ্যের সর্বত্র যে হারে নেশার সাম্রাজ্যের বিস্তৃতি হচ্ছে তাতে তরুন প্রজন্ম, কিশোর কিশোরী, স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে দিন আনি দিন খাই মানুষের ঘরেও নেশা নামক বিভীষিকার সদর্প উপস্থিতি, তীর, জুয়া রমরমিয়ে বানিজ্য প্রসারিত করছে। গোটা রাজ্যকে চূড়ান্ত অবশয়ের দিকে ঠেলে দিতে এক শ্রেনীর লুটেরাচক্র কামাই পরতে গিয়ে চরম সর্বনাশ করে দিচ্ছে সামাজিক সভ্যতার। এই ক্ষেত্রে পুলিশের ভূমিকাকে মানুষ বহুলাংশে দায়ী করেছেন। রাজ্যকে যারা নেশার উন্মুক্ত বাগানে পরিনত করছে সেই উৎস জানা আছে পুলিশের, মানুষের অভিযোগ উৎসে হাত দিলেই কামাই কমে যাবে তাই চলছে কানামাছির খেলা – রাজ্য চুলোয় যাক।
শুক্রবার অফিস লেন, আইজিএম চৌমূহনী, রবীন্দ্র পল্লীর হরিজনকলোনী, নেতাজী চৌমূহনী, গাঙ্গাইল রোড, হাওরা মার্কেটে মদ, কোরেক্স, ফেন্সিডিল, নেশার ট্যাবলেট রমরমা বিক্রিতে তিতিবিরিক্ত অভিভাবক সহ এলাকার যুবসমাজ। অবিলম্বে পুলিশের সক্রিয় ভূমিকার দাবীতে শুক্রবার পশ্চিম থানা কর্তৃপক্ষের কাছে ডেপুটেশানে সামিল হয়ে সমাজকে নেশামুক্ত করার দাবী জানিয়েছে। উল্লেখ্য কিছুদিন আগে মেলারমাঠের কতিপয় সমাজ বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদে পশ্চিম থানায় ডেপুটেশান দেয় – পুলিশের ভূমিকায় মেলারমাঠ অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।