আগরতলা পুর নিগমের ৪৯টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট, নতুন মুখ ৩৯

cpim party.jpg1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ নভেম্বর ।। সব জল্পনা কল্পনার অবসান করে বৃহস্পতিবার ঘোষিত হয়েছে পুর নির্বাচন ও ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনের দিন তারিখ, ৯ ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুর নির্বাচন ও ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচন। ভোট মানেই চমক, হেভিওয়েট, লো ওয়েট, জয়ের সম্ভাবনা, নির্ণায়ক শক্তি – এমনতর শব্দ আর বাক্যের জোর চালাচালি। ভোট ঘোষনার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দল গুলোর তৎপরতা হঠাৎ করেই বেড়ে গেছে। সব দলেই চলছে নামের তালিকা তৈরীর কাজ।প্রার্থীর নামের তালিকা ঘোষণা থেকে প্রচারের প্রশ্নে বরাবরের মত এবারেও বামফ্রন্ট টেক্কা দিয়েছে অন্যান্য দল গুলোকে। শুক্রবার CPI(M) পার্টি অফিসে আহুত এক সাংবাদিক সন্মেলনে বিধানসভার উপাধক্ষ্য পবিত্র কর আগরতলা পুর নিগমের ৪৯টি আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। তিনি জানান, ৪৯টি আসনের মধ্যে ৩টি CPI, ২টি ফরওয়ার্ড ব্লক, ২টি RSP এবং ৪২টি CPI(M) থেকে প্রার্থীদেয়া হয়েছে। তিনি আরো জানান ৪৯টি আসনের মধ্যে ৩৯ জন প্রার্থীরই নতুন মুখ। একই দিনে মোহনপুর পুর পরিষদের ১৩টি আসনে, রাণীরবাজার পুর পরিষদের ১৩টি আসনে, জিরানিয়া নগর পঞ্চায়েতের ১১টি আসনে এবং পশ্চিম ত্রিপুরা জিলা পারিষদের প্রার্থীর নামের তালিকা ঘোষণা করেছেন বিধানসভার উপাধক্ষ্য পবিত্র কর। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ।

AMC CPI(M) (1) AMC CPI(M) (2)

নিচে ৪৯টি আসনে বামফ্রন্টেরআগরতলা পুর নিগম, মোহনপুর ও রাণীরবাজারপুর পরিষদ, জিরানিয়া নগর পঞ্চায়েত এবং পশ্চিম ত্রিপুরা জিলা পারিষদের প্রার্থীদের নামের তালিকা দেয়া হল।

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

MC CPI(M) (1)

Rn CPI(M) (1)

wpjl

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

কৈলাশহর ও কুমারঘাট পুর পরিষদ নির্বাচন ও গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হয়েছে। কৈলাশহর পুর পরিষদের ১৫টি আসনে এবং কুমারঘাট পুর পরিষদের ১৩টি আসনেপ্রার্থীর নামের তালিকা নিচে দেয়া হল। Kailasahar CPI(M) Kumarghat CPI(M)

.

.

.

.

.

.

এক ক্লিকেই দেখেনিন পুর নির্বাচন ও ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচন – ২০১৫ এর বামফ্রন্টের প্রার্থী তালিকা।      https://newsupdateoftripura.com/wp-content/uploads/2015/11/NUT-List-of-Left-Front-Candidates.pdf

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*