নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ।। নারী নির্যাতনের ইস্যু নিয়ে শনিবার বড়দোয়ালীতে অফিস টাইমে প্রায় দের ঘন্টা পথ অবরোধ করল বিজেপি মহিলা মোর্চা। আচমকাই এই পথ অবোরধে সমস্যায় পড়তে হয় পথচারীদের। বিজেপি মহিলা মোর্চার এই পথ অবরোধে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সম্পাদিকা রূপা মজুমদার রায়, সভানেত্রী নীলিমা ঘোষ সহ বিজেপি প্রদেশ সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত।