৯৯তম নভেম্বর দিবস পালিত রাজ্যে

cpimনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ।। শনিবার গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হল ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবস। ৯৯তম নভেম্বর দিবস উপলক্ষ্যে এদিন সকালে প্রতিটি CPI(M) পার্টি অফিসে পতাকা উত্তোলন করা হয়। CPI(M) রাজ্য সদর দপ্তরে পতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদক বিজন ধর এবং পার্টির পশ্চিম ত্রিপুরার জেলা দপ্তরে পতাকা উত্তোলন করেন পবিত্র কর। তুলে ধরা হয় ১৯১৭ সালে লালিনের নেতৃত্বে রুশ বিপ্লবের মধ্য দিয়ে সোবিয়েত সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস। আগামী ১০ই নভেম্বর ৯৯তম নভেম্বর দিবস উপলক্ষ্যে বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক হল সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মূখ্যমন্ত্রী মানিক সরকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*