নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ।। ভোট মানেই চমক, হেভিওয়েট, লো ওয়েট, জয়ের সম্ভাবনা, নির্ণায়ক শক্তি – এমনতর শব্দ আর বাক্যের জোর চালাচালি। আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েতের ভোট ঘোষনার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দল গুলোর তৎপরতা হঠাৎ করেই বেড়ে গেছে। রবিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে একটি পথ সভার আয়োজন করে বামফ্রন্টের ৩২নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে। বামফ্রন্টের ৩২নং নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ডের মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিশ্বনাথ সাহা এবং সদর মহকুমা সম্পাদক শুভাশিষ গাঙ্গুলি সহ আরো অনেকে।