নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ।। ভারতবর্ষের একান্ন পীঠের অন্যতম উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির – ঐতিহ্য আর পবিত্রতার নিদর্শন বহন করে চলেছে। জাগ্রত মায়ের দর্শনে ছুটে আসেন দূরদূরান্তের পূন্যার্থীরা। দীপাবলিকে কেন্দ্র করে সেজে উঠছে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির সহ গোটা উদয়পুর শহর। উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির থেকে শুরু করে শহরের রাস্তায় অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের বৈদ্যুতিক আলোর বন্যায় শহরকে ভাসিয়ে দিতে বড় অঙ্কের টাকা খরচ করা হয়েছে। এখন থেকেই শহরের পথে আলো ছড়াতে শুরু করেছে ত্রিপুরেশ্বরী মন্দিরের আলোক সজ্জা। বিশেষ করে এই আলোর বন্যা উদয়পুর শহরকে নতুন করে উদ্ভাসিত করেছে।