নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর ।। নেশার কবলে ঘর থেকে শুরু হচ্ছে অবক্ষয় – ধীরে ধীরে গ্রাস করে ফেলেছে গোটা সমাজকে। কেউ চার দেওয়ালের বন্ধ ঘরে নেশায় মত্ত, কেউ নেশার ঘোরে পথের পাশে চৈতন্যহীন। রাজধানীতে নেশা সঙ্গে সংযোজিত হয়েছে মধুচক্রের রমরমা ব্যবসা। রাজধানীর বেশ কিছু রেষ্টুরেন্টেই দীর্ঘদিন ধরে চলছে এই সব অবৈধ কার্যকলাপ। পুলিশের কাছে বহুদিন ধরেই বহু অভিযোগ আসছিল এই সব রেষ্টুরেন্ট নিয়ে। অবশেষে রবিবার এডভাইজার চৌমুহনীস্থিত আব্বা, সাম্বা এবং ত্রিং নামক ৩টি রেষ্টুরেন্টে অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী, পশ্চিম জেলার এস পি বিজয় নাগ, এস ডি পি ও হরিমোহন দাশ, ডি এস পি সেন্ট্রাল রাজেন্দ্র দত্ত, পশ্চিম থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী একযোগে অভিযান চালিয়ে ৩৪ জন যুবক যুবতীকে আটক করেছে। ৩৪ জনের মধ্যে ১৮ জন যুবতি এবং ১৬ জন যুবক। আভিযুক্তদের IGM হাসপাতালে মেডিক্যাল চ্যাকাপ করে রাত ১১টা ৪৫ মিনিটে আদালতে তোলা হয়েছে। সোমবার সেইসব মধুচক্রের ঠেকে ফের অভিযান চালিয়ে প্রচুর গোপন ক্যামেরার হদিশ পেল পুলিশ।