গোপাল সিং, খোয়াই, ১২ নভেম্বর ।। খোয়াই শহর জুড়ে মিছিল করে খোয়াই পুর পরিষদের ১৫টি ওয়ার্ডের বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থীরা একে একে মনোনয়ন দাখিল করলেন বৃহস্পতিবার। লাল স্রোতে ভাসল গোটা খোয়াই। সিপিআই(এম) সদর কার্য্যালয় থেকে শুরু করে অফিসটিলায় গিয়ে পৌছায় মিছিলটি। মিছিলের অগ্রভাগে ছিলেন খোয়াই পুর পরিষদের ১৫ জন প্রার্থী এবং সঙ্গে ছিলেন সিপিআই(এম) খোয়াই মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, সিপিআই(এম) খোয়াই জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য্য সহ অন্যান্য নেতৃত্বরা। মিছিল শেষে খোয়াই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার সমিত রায় চৌধূরীর নিকট একে একে মনোনয়ন দাখিল করলেন ১৫টি ওয়ার্ডের প্রার্থীরাই।