পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ১২ নভেম্বর ।। পুরসভা নির্বাচনবাচনেহবে শান্তি, সম্প্রীতি আর উন্নয়নের পক্ষে। কংগ্রেসকে একটিও ভোট নয়। এভাবেই বিরোধীদল কংগ্রেসকে তেলিয়ামুড়া বাজারে আয়োজিত এক যুব জমায়েতে কটাক্ষ করলেন DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। বৃহস্পতিবার DYFI তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির ডাকে তেলিয়ামুড়া বাজারে একটি যুব জমায়েতের আয়োজন করা হয়। তেলিয়ামুড়া পুরসভার ১৫নং ওয়ার্ডের প্রার্থী সহ বাম সমর্থকরা যুব জমায়েতে মিছিল করে অংশ নেয়। DYFI তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির এই জমায়েতে উপস্থিত ছিলেন DYFI বিভাগীয় সম্পাদক শংকর দেবনাথ, সভাপতি অমরেশ চৌধুরী, বিধায়ক মনীন্দ্র দাস সহ অন্যান্যরা।