বিচার সভায় দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ৫

crbশুভ্র দে, চূড়াইবাড়ি, ১২ নভেম্বর ।। এক যুবতীর পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে বুধবার রাতে পূর্ব ফুলবাড়িতে বিচার সভায় হঠাৎ সংঘর্ষে লিপ্ত হলে গুরুতর আহত হন এক মহিলা সহ ৫ জন। ধটনার বিবরণে জানা যায়, এক সপ্তাহ আগে কদমতলা থানা এলাকার কালাগাঙ্গের গ্রামের একটি মেয়ে পূর্ব ফুলবাড়ির মড়াই মিয়া (২৫) নামের এক বিবাহিত যুবকের সাথে পালিয়ে যায়। আর এই ঘটনার মীমাংসা করতে এসে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে একসময় একে অপরের উপর দাঁ ও লাঠি নিয়ে চড়াও হয়। এতে গুরুতর আহত হয় মর্তুজ আলি (৪৮), উকিল মিয়া (৫০), নেলাই মিয়া (৪৮), আমির উদ্দিন (২৫), একলাছ উদ্দিন (৩০) সহ এক মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চূড়াইবাড়ি থানার পুলিশ এবং প্রেমতলা ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের কদমতলা হাসপাতালে নিয়া আসা হলে রেফার করা হয় ধর্মনগর মহকুমা হাসপাতালে। দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হলেও বাকি ৩ জন বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনার পর উভয় পক্ষ থেকেই চূড়াইবাড়ি থানায় মামলা দায়ের করেছেন বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*