দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১২ নভেম্বর ।। আসন্ন আগরতলা পুর নিগমের ভোটকে সামনে রেখে আপাততঃ বামফ্রন্ট অন্য দলের অনুপস্থিতিতে দাপিয়ে বেড়াচ্ছে। বামফ্রন্ট প্রার্থীরাও ভোট ভিক্ষায় ডোর টু ডোর ক্যাম্পেনে নেমে পড়েছেন। লাল নিশান লাগানো কাজে নেমে পড়েছে দলীয় কর্মীরা। ৩৮নং পুর নিগমের বুথ অফিসের উদ্বোধন হয়েছে। বিগত ভোটে বিজয়ী RSP-র মিঠু শীলকেই প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ৩৮নং ওয়ার্ডে বুথ অফিসের উদ্বোধন করেছেন RSP প্রার্থী মিঠু শীল। সেখানেই দলীয় পতাকা উত্তোলন করা হয়, সঙ্গে উত্তোলীত হয় CPI(M)-র পতাকা। RSP-র বুথ অফিসের ফিতা কেটে দ্বারোদঘাটন করেন RSP প্রার্থী মিঠু শীল। এলাকার বাম সমর্থকরা উপস্থিত ছিলেন বুথ অফিস উদ্বোধনে। “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র প্রতিনিধিকে একান্ত বার্তালাপে মিঠু শীল বলেছেন জয় নিয়ে কোনো সংশয় নেই।