নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর ।। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা, বোন দেয় ভাইকে ফোঁটা। আজ ভ্রাতৃ দ্বিতীয়া। দীপাবলীর তৃতীয় দিন হচ্ছে প্রতিবদ আর চতুর্থ দিন হচ্ছে ভ্রাতৃ দ্বিতীয়া, একে যম দ্বিতীয়াও বলা হয়। এই দিন বোনেরা ভাইকে নিমন্তণ করে, কপালে ফোটা দেয়। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে ভাইয়ের মঙ্গলেরর জন্য বোনেরা ভাইকে এই দিন কপালে ফোঁটা দিয়ে থাকে।