ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

jh.jpg1দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ নভেম্বর ।। দু’শ বছর ব্রিটিশ শাসনের অবসানে হয়েছিল ভারতের মাটিতে দীর্ঘ রক্ত ঝরানোর মধ্যদিয়ে। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করেছিল, স্বাধীনতা প্রাপ্তির শেষে দেশকে তথা দেশের মানুষকে অর্থনৈতিক, সামাজিক ভাবে সমৃদ্ধ করার গুরু দায়িত্ব নিয়ে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু। গোটা দেশ ১৪ই নভেম্বর প্রথম প্রধানমন্ত্রীর ১২৫ তম জন্মদিবস পালনে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য কংগ্রেস। পোষ্ট অফিস চৌমুহনীর রাজ্য কংগ্রেসের কার্যালয়ে কর্মী, সমর্থক, নেতৃবৃন্দের উপস্থিতিতে জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুস্পারঘ্য অর্পণ বিনম্র শেদ্ধাঞ্জলী জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*