দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ নভেম্বর ।। দীর্ঘদিনের অপুরিত স্বপ্ন পূরনের আশা নিয়ে অপেক্ষায় রাজ্যবাসী। কথায় কাজে ঠিক থাকলে ২০১৬ এর প্রথম দিকেই ব্রডগেজ রেল চলাচল শুরুর সম্ভাবনা। রেলওয়ের আধিকারীকরাও রাজ্যে ব্রডগেজ সম্প্রসারনের খোঁজ নিতে ঘন ঘন সফর করছেন, ট্রায়াল রানও চলছে পাশাপাশি। যোগেন্দ্রনগর রেল স্টেশনে বেলচা কোদালে শ্রমিক আর ডজারে মাটি কাটার কাজ চলছে যুদ্ধের গতিতে। ট্র্যাকের পরিধি বিস্ত্রিতি,মাপজোক হচ্ছে প্রাত্যহিক ভাবে। মিটার গেজ লাইনে রেল যাত্রার সঙ্গে উপরিপাওনা দুঃসহ যাতনার শেষে ব্রডগেজ রেলযাত্রা নিয়ে সর্বত্রই চলছে রেলের গল্প।