পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ১৬ নভেম্বর ।। লাল সাজে সজ্জিত হয়ে উৎসবের মেজাজে তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫টি ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীরা সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন। ব্যাপক সংখ্যায় দলীয় কর্মী সমর্থকরা মিছিল সহযোগে মনোনয়ন পত্র জমা দেয়ার জন্য মহকুমা শাসকের কার্যালয়ে হাজির ছিলেন প্রার্থীদের সঙ্গে। আগামী ৯ই ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া পুর নিগম এবং পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার তেলিয়ামুড়ায় মনোনয়ন পত্র জমা দেয়ার জন্য আসা মিছিলের অগ্রভাগে ১৫ জন বাম প্রার্থীরা সহ উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সমীর দেব সরকার, মহকুমা সম্পাদক সুধীর সরকার, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ নাগ, গণ আন্দোলনের নেতা প্রনব চক্রবর্তী, জেলা কমিটির অন্যতম সদস্য অশোক দাশগুপ্ত, বিধায়ক গৌরী দাস ও মনীন্দ্র দাস।