নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর ।। সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় জাতীয় পুরস্কার পেলেন রাজ্যের প্রবীন সাংবাদিক সুজিত চক্রবর্তী। সোমবার প্রচার মাধ্যম সংক্রান্ত দেশের শীর্ষ সাংবিধানিক সংস্থা প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার উদ্যোগে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই জাতীয় পুরস্কার পেলেন শ্রী চক্রবর্তী। সোমবার বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রনব মুখার্জী সাংবাদীকদের এই জাতীয় পুরস্কার প্রদান করেন। IANS এর বিশেষ প্রতিনিধি সুজিত চক্রবর্তীর নানা প্রতিবেদনের নজির সৃষ্টির জন্য তিনি এই জাতীয় পুরস্কার পেয়েছেন।