নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর ।। মেগাব্লক আর ব্রড গেজ লাইন নিয়ে রাজ্যের মানুষ নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন। দীর্ঘদিনের অপুরিত স্বপ্ন পূরনের আশা নিয়ে অপেক্ষায় রাজ্যবাসী। কথায় কাজে ঠিক থাকলে ২০১৬ এর প্রথম দিকেই ব্রডগেজ রেল চলাচল শুরুর সম্ভাবনা। রেলওয়ের আধিকারীকরাও রাজ্যে ব্রডগেজ সম্প্রসারনের খোঁজ নিতে ঘন ঘন সফর করছেন, ট্রায়াল রানও চলছে পাশাপাশি। ট্র্যাকের পরিধি বিস্ত্রিতি,মাপজোক হচ্ছে প্রাত্যহিক ভাবে। কিন্তু আমবাসা রেল স্টেশনে যেখানে বেলচা কোদালে শ্রমিকরা কাজ করছে সেখানে লাইনের ও রিটার্নিং ওয়ালের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ দেখা দিয়েছে। স্থানীয় লোকদের অভিযোগ আমবাসা রেল স্টেশনের লাইনের ও রিটার্নিং ওয়ালের কাজে লাগানো হচ্ছে নিন্মমানের ইট ও সিমেন্ট। যার ফলে কাজ করার পরেই ভেঙ্গে যাচ্ছে ওয়াল গুলি।