দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৭ নভেম্বর ।। IPFT যখন তিপ্রা ল্যান্ডের দাবীতে দিল্লী আগরতলা অভিযান চালাচ্ছে অন্য দিকে INPT নিজস্ব দাবীদাওয়া নিয়ে আন্দোলন সূচী চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার, ১১ দফা দাবী পূরনে INPT কেন্দ্রীয় মহামিছিল এবং মহাকরণ অভিযান কর্মসূচী পালনে অংশ নেয় প্রচুর সভ্য সমর্থক। INPT-র ১১ দফা দাবীর মধ্যে উল্লেখযোগ্য দাবী সমূহের মধ্যে রয়েছে ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়ন, ADC-র হাতে অধিক ক্ষমতা প্রদান, বিধানসভায় ৫০ শতাংশ আসন বরাদ্দ, ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশীলে অন্তর্ভুক্ত করার দাবী। INPT-র কেন্দ্রীয় মহামিছিল শুরু হয় বিবেকানন্দ ময়দান থেকে। সার্কিট হাউজের সামনে নিরাপত্তায় নিযুক্ত ছিল বিশাল আরক্ষা বাহিনী। INPT-র বিশিষ্ট নেতৃবৃন্দ ও সমর্থকরা ব্যারিকেড ভেঙ্গে মহাকরণ অভিযান করেন। INPT-র মহাকরণ অভিযানে তেমন কোনো গোলোযোগের সৃষ্টি হয়নি।