নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর ।। পুর নিগম এবং পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হতে শুরু করেছে ভোটের ময়দান। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছে, তেজীভাব নিচ্ছে রাজনৈতিক প্রচার। বুধবার, শহরে শক্তির জানান দিল কংগ্রেস। বুধবার, মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেসের ৪৯ জন প্রার্থী। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক বিশাল মিছিল সংগঠিত করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সদর মহকুমা অফিসে কংগ্রেসের ৪৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।