নিজস্ব প্রতিনিধি, ২১ নভেম্বর ।। দীর্ঘ প্রতীক্ষার পর, শুরু হল শিলচর-লামডিং ব্রডগেজ রেল পরিষেবা। ২১ নভেম্বর ২০১৫, শনিবারে কার্যকারী ভাবে চালু হল এই রেল পরিষেবা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল হাজার হাজার মানুষ। এ অঞ্চলে ব্রডগেজে যাত্রীট্রেনের সূচনার সাক্ষী থাকতে ত্রিপুরা থেকেও অনেকে গেছেন।
এই ঐতিহাসিক ট্রেনের যাত্রা শুরু হয় শনিবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে। বদরপুর সহ হাফ্লং এ দীর্ঘ সময় দাঁড়ানর পরও নির্দিষ্ট সময়েই যাত্রা শেষ করে এই ট্রেনটি। মোট পনেরটি বগি নিয়ে যাত্রা শুরু হয় এই ট্রেনের। এই ট্রেনে ছিল একটি এসি ট্রি টিয়ার কোচ, তিনটি স্লিপার কোচ, ছয়টি চেয়ারকার কোচ, দুটি পার্সেল ভান। শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত প্রথম এই ট্রেনটির ভাড়া ছিল স্লিপার ১৫১ টাকা, সাধারণ কোচ ও চেয়ারকার ৮৫ টাকা এবং এসি ট্রি টিয়ার ৬২৫ টাকা।
শিলচর থেকে ব্রডগেজ চালু হবার পর, এবার ত্রিপুরার পালা। ২০১৬ সালের মার্চ মাসে শুরু হতে পারে ত্রিপুরায় ব্রডগেজ রেল। এবং ২০২০ সালের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের সবক’টি রাজ্যের রাজধানী শহর যুক্ত হবে ব্রডগেজে।