নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ।। আসন্ন আগরতলা পুর নিগম ভোটকে সামনে রেখে স্বভাবতই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তৎপরতা বৃদ্ধি পাচ্ছে আগামীকে সামনে রেখে বলাই বাহুল্য। পরিষেবার প্রশ্নে পক্ষে বিপক্ষে চালাচালির তর্জা উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক ময়দান। বৃহস্পতিবার সমৃদ্ধ আগরতলা শহর গড়ার এবং নাগরিক পরিষেবা উন্নয়নের কর্মধারা অব্যাহত রাখার লক্ষ্যে আগরতলা পুর নিগমের ৩২নং ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের তরফে এক পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের মনোনীত প্রার্থী বিশ্বনাথ সাহা সহ বিভিন্ন নেতা কর্মীরা।