দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ সেপ্টেম্বর ।। রাজ্যের ২২টি কলেজে ছাত্র সংসদের ভোট উপলক্ষ্যে চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা গেছে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট দান পর্ব অনুষ্ঠিত হয়। ইতি মধ্যেই বেশ কিছু কলেজে বিনা যুদ্ধেই ছাত্র সংসদ দখল করেছে বামপন্থী ছাত্র সংগঠন SFI । ছাত্র সংসদ নির্বাচনে SFI বিরোধী ছাত্র সংগঠন গুলোর জোর জবরদস্তির অভিযোগ SFI অস্বীকার করেছে। ভোট নিয়ে বিগত কয়েকদিন কলেজ গুলোতে যে চাপা উত্তেজনা ছিল আপাততঃ তার নিরসন হয়েছে ভোট শেষ হওয়ার মধ্য দিয়ে। বি.বি.এম. কলেজের ভোট নিয়ে প্রতিবাদ জানিয়ে NSUI কলেজ ইউনিট গননা বয়কট করেছে। রাতে ৮টার পর রাজধানীতে বামপন্থী ছাত্র সংগঠন SFI লাল আবীরে বিজয় মিছিল করেছে। আরক্ষা দপ্তর সূত্রে জানা গেছে বড় মাপের গণ্ডগোল ছাড়াই ছাত্র সংসদের নির্বাচন সম্পন্ন হয়েছে।