শুভ্র দে, চূড়াইবাড়ি, ২৮ নভেম্বর ।। পরিবহণ, যোগাযোগ ও সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে ইন্দো – বাংলা, নেপাল – ভূটান এই ৪টি দেশ এক মঞ্চে একতার মটর র্যালি রাজ্যে প্রবেশ করল শুক্রবার। গত ১৫ জুন ভুটানের থিম্পুতে এই চার দেশের পরিবহণ মন্ত্রীরা এক চুক্তি স্বাক্ষর করেন। এই বাণিজ্য উদাকরন যোগাযোগকে সুদৃঢ় করতে গত নভেম্বর ভূবনেশ্বর থেকে ফ্রেন্ডশিপ মোটর র্যালি শুরু হয়। ২০ট গাড়িতে ৭২ জন প্রতিনিধি চার দেশের পরিভ্রমনে বের হন। রাঁচি, পাটনা, থিম্পু, নেপাল, গৌহাটি, শিলচর হয়ে শুক্রবার তারা ত্রিপুরায় প্রবেশ করেছেন। আগরতলা হয়ে বেলোনিয়া সীমান্ত দিয়ে র্যালি বাংলাদেশ প্রবেশ করে চট্টগ্রাম হয়ে আগামী ১ ডিসেম্বর কোলকাতা এসে র্যালি শেষ হবে। ধর্মনগর মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে চুড়াইবাড়ি থানায় রাজকীয় সংবর্ধনা দেয়া হয় প্রতিনিধিদের।