শুভ্র দে, ধর্মনগর, ২৯ নভেম্বর ।। আসন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যে রাজনৈতিক দল গুলোর প্রচার চলছে জোরকদমে। শাষকদল ইতিমধ্যেই ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত বেশ বড় বড় জনসভা ও প্রচারে সাড়া ফেলে দিয়েছে। রবিবার রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার উত্তর জেলার পানিসাগর নগর পঞ্চায়েত ও ধর্মনগর পুর পরিষদ প্রার্থীদের নির্বাচনী প্রচারে এসে পৃথক পৃথক ভাবে ২টি জনসভা করেন। দুপুর ১টায় পানিসাগর জনসভা শেষে ধর্মনগর বি বি আই ময়দানে ২৩ জন প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে মূখ্যমন্ত্রী আহ্বান জানান। এই নির্বাচনী জনসভায় মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন CPI(M) উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ফয়জুর রহমান, সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ সহ অন্যান্যরা।