আন্তর্জাতিক ডেস্ক, ২১ সেপ্টেম্বর ।। আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আসরাফ ঘানি। আফগানিস্তানের নির্বাচন কমিশন প্রেসিডেন্ট নির্বাচনে ঘানিকে জয়ী হিসাবে ঘোষণা করল। যদিও কে কত ভোটে পেয়েছেন তা জানাল না নির্বাচন কমিশন।
প্রথম দফায় কোনও প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা না-পাওয়ায় বাতিল হয়ে যায় নির্বাচন৷ গত মাসে হয় দ্বিতীয় দফার ভোট৷ দ্বিতীয় বারও ব্যালেটে কারচুপির অভিযোগ এনে দুই প্রার্থীই নিজেদের জয়ী বলে ঘোষণা করে৷
আজই আসরাফ ঘানি তাঁর প্রতিপক্ষ আবদুল্লা আবদুল্লার সঙ্গে একটি চুক্তি করেন। এই চুক্তি অনুযায়ী সরকারের চিফ এক্সিকিউইটিভের পদ পাবেন আবদুল্লা আবদুল্লা। এই চুক্তির পরই নির্বাচন কমিশন ঘানিকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন। সূত্রের খবর রাষ্ট্রসংঘের এক সদস্যের নির্দেশ মেনে বিস্তারিত ফলাফল ঘোষণা করা হল না।
আফগানিস্তানে এই ভোট পরবর্তী অশান্তি চরমে উঠেছিল। ভোট ঘিরে বিতর্কের সমাধান সূত্র খুঁজতে সব পক্ষের সঙ্গে কথা বলতে শুরু করে আমেরিকা৷
সূত্র : জি নিউজ