দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০১ ডিসেম্বর ।। নিগম দখলের যুদ্ধে এমুহূর্তে আগরতলায় ভাষনে, মিছিলের প্রতিধ্বনি। সবদলের মুখেই এক ‘রা’ – জিতব আমরাই – কে জিতবে জানতে আর কয়েকদিনের অপেক্ষাতেই জানা যাবে। রাজ্যে ক্ষমতাসীন দলের তরফে যে কোনো নির্বাচনেই জয়ের নকশায় মূল ভূমিকায় অবতীর্ণ হন রাজ্যের মূখ্যমন্ত্রী। আগরতলা পুর নিগম, পুর পরিষদ আর নগর পঞ্চায়েতের ভোটে জয়ের পথ সুগম করতে ময়দানে নেমে পড়েছেন মূখ্যমন্ত্রী। হিসেব নিকেশ করেই বাছা হয়েছে মূখ্যমন্ত্রীর জনসভার স্থান। মঙ্গলবার, রাজ্যের মূখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে ভাষন দিয়েছেন মিলনচক্র এলাকায়। ২৯নং ওয়ার্ড এবার ৩৯নং ওয়ার্ডে পরিনত হয়েছে। কংগ্রেসের দখলে থাকা এই ওয়ার্ডের কংগ্রেসের মহিলা প্রার্থী সম্পা সরকার (চৌধুরী) এর জয় হাসিল হবে কিনা তা নিয়েই চলছে কানাঘুষো। বাম সমর্থকদের বিশ্বাস মূখ্যমন্ত্রীর আগমনে হিসেব পাল্টে যাওয়ার সম্ভাবনাই বেশী। তবে বরাবরের কংগ্রেস দখলে থাকা ২৯নং ওয়ার্ড ৩৯নং হলেও জোর লড়াই হবে বলেছেন কংগ্রেস সমর্থকরা।