১লা ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত এইডস দিবস

ছবি – অভিষেক দেববর্মা।
ছবি – অভিষেক দেববর্মা।

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০১ ডিসেম্বর ।। গোটা পৃথিবীতে এইডস আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে চলেছে পাশাপাশি এই মরন ব্যাধির বিরুদ্ধে জন সচেতনতা বৃদ্ধির প্রয়াস অব্যাহত রয়েছে। সরকারীস্তরে বিশ্ব এইডস দিবস পালিত হয়ে আসছে ১৯৮৮ সাল থেকে। অসংরক্ষিত জীবনশৈলী থেকেই উৎপত্তি হয় এইডসের শুরু। তিলে তিলে মৃত্যুর পথে অগ্রসর হতে থাকে একটা মানুষ। এইডসের সংক্রমনের তীব্রতার তারতম্য রয়েছে পজিটিভ মানেই একজনের সঙ্গে একটা পরিবারের ধবংশ হওয়া। ভারতের AIDS Control society-র প্রচেষ্টায় ভয়াবহ অবস্থার পরিবর্তন হচ্ছে, সাম্প্রতীক সমিক্ষায় সার্বিক এইডসের সংক্রমনে প্রায় ৫৭ শতাংশ হ্রাসের সংবাদ পাওয়া গেছে তবে দেশ থেকে এইডস দূর হয়নি। বিশেষজ্ঞদের মতে উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে বেড়ে চলেছে এইডেস সংক্রমন। জনসচেতনতার ক্ষেত্রে অসংগতির জন্য পারিবারিক অবস্থান ও শিক্ষায় পিছিয়ে থাকা এইডসের বৃদ্ধির কারন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। এইডস আক্রান্তদের সামাজিক ভাবে সহায়তার সঙ্গে সঙ্গে বিশ্ব এইডস দিবসে আহ্বান জানানো হয়েছে মানুষকে সুস্থ্য জীবন যাপনে অভ্যস্ত হতে। বিশ্ব এইডস দিবসে এবারের আহ্বান হচ্ছে ‘The time to act is now’.
ত্রিপুরা AIDS Control society-র তরফে বিশ্ব এইডস দিবসে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। এছাড়াও মানুষকে সচেতন করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*