গোপাল সিং, খোয়াই, ০২ ডিসেম্বর ।। আসন্ন পুর নির্বাচনকে ঘিরে ভোট ময়দানে সমস্ত রাজনৈতিক দলই নিজেদের ভোট বাক্স মজবুত করতে নিজ নিজ দলীয় প্রচারে ঝড় তুলেছে। একদিকে খোয়াই পুর পরিষদ নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার, প্রার্থী পরিচয়, উঠান সভা, নির্বাচনী সভা, ফ্ল্যাগ-ফেস্টুন, পথ নাটক ইত্যাদির পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে একই দিনে একাধিক সভার মধ্য দিয়ে ব্যাপক প্রচারে বামফ্রন্ট। অন্যদিকে পিছিয়ে থেকে শুরু করে বাম বিরোধীরাজনৈতিকগলগুলি প্রচারে ত্যাজী এনেছে। বিশেষ করে প্রধান বিরোধী দল কংগ্রেস। খোয়াই পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের কং-প্রার্থীদের নিয়ে প্রচারে ব্যাস্ত পিসিসি সাধারন সম্পাদক দীপক মজুমদার, ব্লক কংগ্রেস সভাপতি প্রণব বিশ্বাস, জেলা কংগ্রেস সভাপতি ক্ষিতিষ দাস, ব্লক সম্পাদক বিজয় কুমার দেবনাথ সহ কং-প্রার্থী ও কর্মী-বৃন্দরা। একই সাথে পেছন পেছন প্রচারে ব্যস্ত তৃনমুল কংগ্রেসও। প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার ও পথসভার মধ্য দিয়েই দলীয় প্রচার সেরে নিচ্ছে তৃনমুল কংগ্রেস। সব মিলিয়ে খোয়াই পুর পরিষদ নির্বাচনের অন্তিম বেলায় কিছুটা হলেও সরগরম নির্বাচনী প্রচারাভিযান। সবক’টি রাজনৈতিক দল এতে সামিল না হলেও অন্তত ত্রিমুখী লড়াইয়ে কিছুটা হলেও বেগবান হচ্ছে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র।