রাধা গোবিন্দ মন্দিরে হরিনাম যজ্ঞোৎসবের জন্য এলাকাবাসীর শ্রম বিনিয়োগ

khwনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ০২ ডিসেম্বর ।। খোয়াইয়ের সমতল পদ্মবিলের গ্রাম পঞ্চায়েত (হাতকাটা) এলাকায় প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হবে রাধা গোবিন্দ মন্দিরে হরিনাম যজ্ঞোৎসব। পৌষ-মাঘ মাসে শুরু হয় এই উৎসব। ৩২ প্রহর ব্যাপী এই হরিনাম যজ্ঞোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে ভিন্ন ভিন্ন দল আসে। খোয়াই সমতল পদ্মবিলের রাধা গোবিন্দ মন্দিরে হরিনাম যজ্ঞোৎসবের বাজেট ধরা হয়েছে ২০-২৫ হাজার টাকা। এলাকার জনগন উৎসবের আনন্দে কেউ টাকা দিয়ে আবার কেউ শ্রম দিয়ে সাহায্য করছেন। রবিবার সকাল ১১টায় এই উৎসবের বাজেটের কথা মাথায় রেখে এলাকাবাসী ধান ক্ষেতে শ্রম বিনিয়োগ করেন। এলাকার প্রধান থেকে শুরু করে সাধারন জনগন ধর্ম বর্ণ নির্বিশেষে স্বেচ্ছায় শ্রম বিনিয়োগ করেন খোয়াই সমতল পদ্মবিলের রাধা গোবিন্দ মন্দিরে হরিনাম যজ্ঞোৎসবের জন্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*