নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর ।। আগরতলা পুর নিগম, পুর পরিষদ আর নগর পঞ্চায়েতের ভোটে জয়ের পথ সুগম করতে বহু আগেই ময়দানে নেমে পড়েছেন মূখ্যমন্ত্রী। রাজ্যে ক্ষমতাসীন দলের তরফে যে কোনো নির্বাচনেই জয়ের নকশায় মূল ভূমিকায় অবতীর্ণ হন রাজ্যের মূখ্যমন্ত্রী। বুধবার, রাজ্যের মূখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে ভাষন দিয়েছেন আমবাসায়। হেলিকপ্টারে করে আমবাসায় নেমে নির্বাচনী জনসভায় ভাষন রেখে আগরতলায় এসে আরো ২টি নির্বাচনী জনসভায় ভাষন দিয়েছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার।