হোয়াটস অ্যাপ প্রতিনিধি (এলিয়াজ হোসেন), বক্সনগর, ০২ ডিসেম্বর ।। বুধবার বক্সনগর ICDS প্রজেক্টের উদ্যোগে এবং সিপাহীজলা জেলা সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরের সহায়তায় বক্সনগর কমিউনিটি হলে পণপ্রথা বিরোধী বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনার অনুষ্ঠিত হওয়ার আগে ব্লক প্রাঙ্গন থেকে এক র্যালী অনুষ্ঠিত হয়। এদিন বক্সনগর কমিউনিটি হলে সেমিনারের উদ্বোধন করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চ্যায়ারপার্সন জেসমিন আক্তার। সেমিনারে উপস্থিত ছিলেন ICDS প্রজেক্টের CDPO রাজীব চক্রবর্তী সহ BDO এবং অন্যান্যরা।